Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে
 এক নজরে বাংলাদেশ তাঁত বোর্ডের তথ্য:   

  

  • প্রতিষ্ঠা: ১৯৭৮ সাল. 

  •  
  • মন্ত্রণালয়: বস্ত্র ও পাট মন্ত্রণালয়. 

  •  
  • কার্যক্রম: তাঁতশিল্পের উন্নয়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি প্রবর্তন, এবং বাজারজাতকরণে সহায়তা. 

  •  
  • লক্ষ্য: তাঁতশিল্পের আধুনিকায়ন ও প্রসার, তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন. 

  •  
  • বিভিন্ন কার্যক্রম: 
    • তাঁতীদের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা। 
    • তাঁতজাত পণ্যের মান উন্নয়ন ও নতুন ডিজাইন তৈরি করা। 
    • দেশীয় ও আন্তর্জাতিক বাজারে তাঁত পণ্যের বাজারজাতকরণে সহায়তা করা। 
    • তাঁতশিল্পের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা। 
  • অন্যান্য তথ্য: 
    • বোর্ডের অধীনে বিভিন্ন বেসিক সেন্টার, প্রশিক্ষণ কেন্দ্র এবং সার্ভিসিং প্রতিষ্ঠান রয়েছে।. 

  •  
  • "বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট" নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানও বোর্ডের অধীনে পরিচালিত হয়. 

  •  
  • বোর্ড তাঁতশিল্পের সাথে জড়িত বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে সহায়তা করে।